এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সেক্সটরশনের ফাঁদ

Published on: December 16, 2025 । 8:05 AM
মোবাইলে  অজানা নাম্বার থেকে ভিডিও কল। তুললেই অনেকসময় দেখা যায় নগ্ন ভিডিও। ফাঁসানোর জন্যেই এই কলগুলি করা হয়। অনেক সময় দেখা যায় ভিডিও কলের ওপারে সত্যি সত্যি কেউ নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য পর্ণ ক্লিপস চলে। এই ভিডিও কল ধরলেই ওপারে চলতে শুরু করে নগ্ন ভিডিও বা পর্ণ ক্লিপস, যা দেখলেই বিপদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সাইবার অপরাধীরা ব্ল্যাকমেল করে টাকা আদায়ের জন্য এই সেক্সটরশনের জাল বিছায়। কিভাবে ব্ল্যাকমেল করে তারা? ফোনের উল্টোদিক থেকে দুই প্রান্তের ভিডিও রেকর্ডিং করা হয়। আর তারপরেই শুরু হয় অপধারীদের ছড়ি ঘোরানোর পর্ব। রীতিমত ব্ল্যাকমেল করতে শুরু করে তারা। ফোনে পাঠানো হয় ব্যক্তির মুখের ছবি এবং নগ্ন ভিডিওর ছবি। একফ্রেমে সেই ছবি পাঠিয়ে মোটা অংকের টাকা দাবি করা হয়। বলা হয় ওই টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে ওই ছবি। অনেকেই লোকলজ্জার ভয়ে় টাকা দিয়ে দেন। তারপরেও ব্ল্যাকমেল চলে। বেশ কয়েকদফায় টাকা দেওয়ার পর ফতুর হয়ে তবে পুলিশের দারস্থ হন।
ঘাটাল মহকুমায় অনেকেই এই সেক্সটরশনের শিকার। দিনদিন বাড়ছে এই ধরণের প্রতারণা। তাই অচেনা নাম্বার থেকে ভিডিও কল না ধরাই ভালো। যদি ধরে ফেলেন কোনও কারণে তাহলে নাম্বারটি ব্লক করে দিন। যদি অন্য নাম্বার থেকে  উল্টোপাল্টা ছবি পাঠিয়ে আবার বিরক্ত করা হয় কিম্বা টাকার দাবি করা হয় তাহলে পুলিশের কাছে যান। কোনওভাবেই সেক্সটরশনের পাতা ফাঁদে পা দেবেন না।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।