কাগজপত্র পুড়িয়ে নথি লোপাটের অভিযোগ উঠল বিদায়ী প্রধানের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: তৃণমূলের বোর্ড গঠনের আগেই পঞ্চায়েতের কাগজপত্র পুড়িয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিদায়ী প্রধানের বিরুদ্ধে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনাটি ঘটেছে আজ দুপুর প্রায় ১ টা নাগাদ ঘাটাল ব্লকের মনোহরপর ২ গ্রাম পঞ্চায়েতে। সেখানে আজ প্রকাশ্যে কিছু কাগজপত্র পুড়তে দেখে এলাকার বিজেপি কর্মীরা প্রতিবাদ করেন বিষয়টির। তারা বলেন, কাগজগুলো গ্রামপঞ্চায়েতের দরকারি কাগজ। বিদায়ী প্রধান জয়দেব দোলুই বেশ কিছু প্রমাাণ লোপাট করার জন্য এইসব কাগজ পুড়িয়ে দিয়েছেন।

মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান জয়দেব দোলুই বলেন, প্রমাণ লোপাটের বিষয়টি ভিত্তিহীন। ক্ষমতায় আমরাই ছিলাম, আমরাই বোর্ড গঠন করব, তাই প্রমাণ লোপাটের বিষয়টি আসবে কেন? পঞ্চায়েতের যাবতীয় নথি তো কম্পিউটারে থাকে। তাই বিজেপির এই অভিযোগের ভিত্তি নেই।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।