নিজস্ব প্রতিনিধি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল-মেদিনীপুর সড়কে কেশপুর থানা লাগোয়া দাসপুর থানার চণ্ডীপুর এলাকায় রাস্তার মধ্যেই বসে স্কুল ড্রেসে স্কুল পড়ুয়ারা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে শুরু পথ অবরোধ বেলা গড়িয়ে দুপুর ১২ টা নিজেদের দাবিতে অনড় ছাত্রছাত্রীরা। দাবি স্বাধীনতার ৭৬ বছর পরেও বিদ্যালয়ে যাবার রাস্তা কেন বেহাল? এই প্রশ্নের উত্তর চেয়ে পথ অবরোধে কেশপুর থানার গোটগেড়িয়া শিবশক্তি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জানা গেছে, ওই বিদ্যালয়ে শ’পাঁচেক ছাত্রছাত্রী এই অবরোধে অংশ নিয়েছে।
বেহাল রাস্তা দিয়ে স্কুল যেতে প্রায় সময়েই ছোটোখাটো দুর্ঘটনায় পড়ে ছাত্রছাত্রীরা। চোট আঘাত পায়। এই বৃষ্টির জেরে এবার রাস্তা এতটাই খারাপ যে স্কুল যেতে আসতে এই বর্ষায় পিছলে পড়ে যাচ্ছে পথচারী থেকে ছাত্রছাত্রীরা। রাস্তা কেন এমন খারাপ থাকবে এই উত্তর চেয়েই আজ বৃহস্পতিবার অবরোধে নেমেছে ছাত্রছাত্রীরা। দাসপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে। তবুও ১২ টার পরেও ছাত্রছাত্রীরা অবরোধ তোলেনি। উল্লেখ্য, বিদ্যালয়টি কেশপুর এলাকায় হলেও দাসপুরের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর, সিঙ্গাঘাই, দুবরাজপুরের মতো এলাকার বহু ছাত্রছাত্রী ওই স্কুলে পড়ে। ঘাটাল-মেদিনীপুর সড়ক থেকে স্কুলে যাবার যে সংযোগ রাস্তা তারই হাল বেহাল। এর আগেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সড়ক অবরোধ করেছিল। ফল কিছুই মেলেনি আজ আবার ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। এখন দেখার কবে হাল ফেরে এ রাস্তার।