মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: হাতের নাগালের মধ্যে ঝুলে রয়েছে কোভার বিহীন ইলেকট্রিক তার, সামনেই বসত বাড়ি, যেকোনও [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মুহূর্তে বিপদের আশঙ্কা। বাচ্চাদের নাগালের মধ্যেই ট্রান্সফরমার আলগা ফিউজ, বেরিয়ে রয়েছে কাঁচা তার। ঘাটালের জয়বাগ উত্তর পাড়ায় ইলেকট্রিক পরিষেবার এমন হাল দেখে রীতিমত ক্ষোভ রয়েছে এলাকায়। এলাকার মানুষজনের দাবি বহু দিন ধরেই এভাবেই চলছে এলাকার বিদ্যুৎ পরিষেবা। অফিসে জানিয়েও কাজ হয়নি।এর সুরাহা চান ওই এলাকার মানুষ। এই নিয়ে বীরসিংহ ইলেকট্রিক সাপ্লাই অফিস জানিয়েছে বিষয়টা তাঁদের জানা ছিল না, দ্রুত এর সমাধান করা হবে।
Home এই মুহূর্তে দাবি/অভিযোগ হাতের নাগালে ঝুলে রয়েছে কভার বিহীন ইলেকট্রিক তার, যে কোনও মুহূর্তে বিপদের...