দাসপুরে দিনেদুপুরে সরকারি জায়গা থেকে মাটি কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর জুড়ে হঠাৎ করেই লাগাম ছাড়া মাটি কাটার ধুম।  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] জেসিবি মেশিনের সাথে মাটি কেটে দিনের আলোয় প্রকাশ্যে চড়া দামে বিকোচ্ছে মাটি। অনেক ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও নাজেহাল হচ্ছেন। এবার সরাসরি সরকারি জায়গা থেকে একেবারে দিনের আলোয় মাটি কাটার অভিযোগ দাসপুরের রঘুনাথপুরে। আজ সোমবার গ্রামবাসীরা জানাচ্ছেন,ইতিমধ্যেই গ্রামবাসীদের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে দাসপুর-১ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। অভিযোগ পাওয়া মাত্র সরজমিন তদন্তের নির্দেশ দাসপুর-১ ভূমি ও ভুমি সংস্কার আধিকারিক কৌশিক সামন্তের। তবে কোনও এক অজানা কারণে যে গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা সেই দাসপুর-১ গ্রাম পঞ্চায়েতের নাকি নজরেই নেই বিষয়টি। দাসপুর-১ ব্লকের রঘুনাথপুর গ্রামের ৫১ নাম্বার মৌজায় ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ ০৬ দাগে দহ রয়েছে। বর্তমানে দাসপুর-১ গ্রাম পঞ্চায়তের অধীন ওই এলাকা। অভিযোগ, ওই দহ থেকে দিনের আলোয় জেসিবি দিয়ে মাটি কেটে ট্রাক্টরে ভরে পাচার হয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রামেরই এক বাসিন্দার জমি ভরাটও হচ্ছে। গ্রামিবাসীদের মধ্যে কার্ত্তিক বেরা ও গণেশ বেরা বলেন,ওই দহ থেকে মাটি বেআইনি ভাবে কাটা হচ্ছে। ওই দহ এর পাড়ে বেশ কিছু জমি রয়েছে এর ফলে বর্ষার সময় যেকোনো মুহূর্তে জমিগুলি ধসে যেতে পারে। এই বিষয়ে লিখিত আকারে দাসপুর-১ ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জমা পড়েছে। তবে অভিযোগ পাওয়া মাত্রই তৎপর সংশ্লিষ্ট দপ্তর। এখন দেখার শুধু রঘুনাথপুর নয়,দাসপুর জুড়ে বিভিন্ন এলাকায় যে মাটি কাটার ধুম তা কতটা আয়ত্বে আনতে পারে প্রশাসন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।