বন্দুক দিয়ে পাখি শিকার, ক্যামেরা তাক করতেই দৌড়ে পালাল চোরা শিকারীর দল

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: বন্দুক দিয়ে দেদার মেরে চলেছে পাখি। পাখি মেরে মাংস খাওয়ার জন্য দাসপুরের উদয়চক গ্রামে পাখি শিকারীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ বারবার বারণ করা সত্ত্বেও সমস্ত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বেশ কয়েকজন ব্যক্তি ওই এলাকার বিভিন্ন প্রান্তে ইচ্ছেখুশি পাখি শিকার করে বেড়াচ্ছে। আজ ২২ এপ্রিল শুক্রবার পাখি শিকারের ওই ঘটনা ক্যামেরা বন্দি করতেই দৌড়ে পালাল ওই চোরা শিকারীর দল। ওই চোরা শিকারীদের পরিচয় জানা যায়নি। তবে সকলেই উদয়চক গ্রামের হাটতলার বাসিন্দা বলে জানা গেছে। উদয়চকের স্থানীয় কয়েকজন বাসিন্দা মোহন সাঁতরা, বলরাম মাইতি, তুফানি ধাড়াদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় বারংবার এই ঘটনা ঘটে চলেছে। বারবার নিষেধ করেও কাজ হয়নি। অবিলম্বে এই পাখি মারা বন্ধ এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছেন ওখানকার স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে প্রতিবাদে সরব হয়েছেন মহকুমার পরিবেশপ্রেমীরাও।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।