এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের যুবকের আত্মহত্যা,হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে চাঞ্চল্য

Published on: December 14, 2020 । 3:12 PM

দাসপুর থানার লাওদা গ্রামের বছর ২০ এর সুরজিত মাইতির ঝুলন্ত দেহ উদ্ধার হল আজ ১৪ ডিসেম্বর সোমবার সকালে তারই বাড়ির শোবার ঘর থেকে। গ্রামের ছেলের এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য। ঠিক কী কারণে ছেলে আত্মহত্যার পথ বেছে নিল বুঝে উঠতে পারছেন না মৃত ছেলের পরিবার। তবে দাসপুর ১ ব্লকের ছাত্র সংগঠন এবিভিপির তরফে অনুভব মিশ্র দাবি করেছেন সুরজিত তাদের ছাত্র সংগঠনের একনিষ্ঠ কর্মী ছিল। সুরজিত মূলত ঘাটাল কলেজের সংগঠন সামলাত। এই মৃত্যুর খবর আজ সোমবারের সকালে তিনি পান। অনুভব অনুমান করছেন প্রণয় ঘটিত কারণেই সুরজিতের এই আত্মহত্যা। মৃত্যুর আগে সুরজিতের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অনুভবের আশঙ্কাকে আরও শক্ত করছে। স্ট্যাটাসে সুরজিত নাম না করে তার প্রেমিকার কথা বারে বারে লিখেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭