শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুর-২ ব্লকের রামপুরে কেন্দ্র সরকারের প্রকল্পের অধীন আই.এস.জি.পি-র সহযোগিতায় প্রায় ১৭ লক্ষ টাকা খরচে নির্মাণ করা হলো বর্জ্য নিষ্কাশন প্রকল্প। আজ ৯ সেপ্টেম্বর ওই প্রকল্পটির উদ্বোধন করেন দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু। গৌরা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় ওই প্রকল্পটি ঘিরে আমজনতার উৎসাহ ছিল চোখে পড়ার মত। প্রকল্পটির উদ্বোধনে উপস্থিত ছিলেন দাসপুর-২ কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ অলোক ভুক্তা, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ-সভাপতি আশিস হুদাইত প্রমুখ। গৌরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভাকর পাল বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার প্রায় এক হাজার পরিবারের কাছ থেকে বাড়ির দৈনন্দিন উচ্ছিস্ট আবর্জনা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতকরণ, পূণর্ব্যবহার ও নিষ্কাশনের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে। এবং সেই জৈব সার এলাকার চাষিদের চাষবাসের জন্য সুলভে প্রদান করা হবে। এতে করে পরিবেশকে দূষণমুক্ত করার পাশাপাশি তার ভারসাম্য রক্ষা করাও সম্ভব হবে।