এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

রাজ্যে ৮ম স্থান দখল করল দাসপুর স্কুলের ছাত্র

Published on: July 15, 2020 । 11:43 AM

তৃপ্তি পাল কর্মকার: দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র শুভঙ্কর মাইতি রাজ্যে অষ্টম স্থান দখল করেছে। সে ৭০০র মধ্যে ৬৮৫ পেয়েছে। তার প্রাপ্ত নম্বর বাংলা:৯৮, ইংরেজি: ৯৬, গণিত:১০০, জড়বিজ্ঞান: ৯৮, জীবন বিজ্ঞান: ৯৭, ইতিহাস: ৯৬ এবং ভূগোল: ১০০। ডা: সুখেন্দু মাইতি এবং রীতা মণ্ডল মাইতির এক মাত্র সন্তান। সুখেন্দুবাবু কর্মসূত্রে দাসপুর-২ ব্লকের কামালপুর গ্রামপঞ্চায়েতে পোস্টিং রয়েছেন। শুভঙ্করের বাড়ি ডেবরা ব্লকের রহিমপুরে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now