এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল হাসপাতালে প্রসূতি সহ রোগীদের বিক্ষোভ

Published on: July 2, 2020 । 3:03 PM

নিজস্ব সংবাদদাতা: সকাল ১০টায় ইউএসজি হওয়ার কথা ছিল ঘাটাল হাসপাতালে। সেই মতো বেশ কিছু প্রসূতি মহিলা সহ আরও কিছু রোগী অপেক্ষা করছিলেন। নিয়মমতো ইউএসজি করার জন্য অনেকক্ষণ খাওয়া যায় না, প্রস্রাব না করে থাকতে হয়। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অবস্থায় থাকার পর ইউএসজি শুরু না হওয়ায়, রোগীরা একসময় ধৈর্য হারিয়ে চেঁচামেচি শুরু করেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন। •ছবিটি  অজয় দাসের(ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী) সৌজন্যে প্রাপ্ত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad