এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে তৃণমূল-বিজেপির তুমুল বচসার নতুন মোড়, পরিস্থিতি সামাল দিতে পুলিশ

Published on: June 8, 2020 । 10:11 AM

ব্যুরো রিপোর্ট: ১০০ দিনের কাজকে কেন্দ্র করে গতকাল রবিবার সন্ধ্যায় রাজনৈতিক ভাবে উত্তপ্ত হয়ে ওঠে ঘাটাল থানার রত্নেশ্বরবাটি এলাকা। তৃণমূল-বিজেপির বচসা হাতাহাতিতে পৌছায়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় ঘাটাল থানার পুলিশকে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই এলাকার ১০০ দিনের কাজকে কেন্দ্র করে তুমুল বচসা হয় দুই পক্ষের। সেই ভিডিও সোশ্যাল মিডিতে ছড়িয়ে পড়ার পর গতকাল রবিবার সন্ধ্যায় সেই ঘটনা নতুন মোড় নেয়। অভিজোগ তৃণমূলের কিছু কর্মী সমর্থক বিজেপি কর্মীকে মারধর করে। তারপরেই এলাক উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পৌঁছায় ও পরিস্তিতি সামাল দেয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।