ওরা পরিযায়ী নয়,পরিযায়ী শ্রমিক শব্দে সোচ্চার দাসপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক। পেটের তাগিদে কাজের খোঁজে এ দেশের মানুষ অন্য রাজ্যে গেলে ওরা পরিযায়ী হয় কীভাবে? এমনই প্রশ্ন তুলেছেন দাসপুর বিধানসভার সিপিএমের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী।
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে সম্প্রতি দাসপুর থানা ঘেরাওকরে বিক্ষোভ দেখায় দাসপুর সিপিএম। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পরিযায়ী শ্রমিক ইস্যুতে পরিযায়ী কথার বিরোধিতা করেন দাসপুর বিধান সভার সিপিএমের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী।
দেশের শ্রমিক, যাঁরা ভিন রাজ্যে গিয়েছেন কাজের খোঁজে তাদের কে তিনি পরিযায়ী শ্রমিক বলতে নারাজ। তিনি প্রশ্ন তুলেছেন,ভারতবাসী হয়ে কাজের খোঁজে দাসপুর ছেড়ে অন্য জেলা বা রাজ্যে গেলেই সে পরিযায়ী শ্রমিক হল কীভাবে ?