এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা ভাইরাস প্রতিরোধে জেলাজুড়ে মোবাইলে অভিনব প্রচার

Published on: March 8, 2020 । 4:15 PM

করোনা ভাইরাসের ভয়াবহতায় আতঙ্গকিত ভারতও। মোবাইল ফোনে বিশেষভাবে দেশের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক দপ্তরের তরফে প্রচার শুরু হয়েছে শনিবার থেকেই। সে আঁচ এবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও।

জেলার একাধিক মানুষের সাথে কথা বলে জানাগেছে,রবিবারের সকাল থেকেই তাঁরা বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে কথা বললেই ফোনের ওপার থেকে করোনা ভাইরাস প্রতিরোধের উপায় জানানো হচ্ছে এবং তা বলা হচ্ছে ভারত সরকার থেকেই।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭