এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ছোট্টো দেশলাইকাঠিতে ৪৭ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি,নাড়াজোলের শিল্পীর অসাধ্য সাধন

Published on: June 8, 2020 । 7:53 PM

ছোট্ট এক দেশলাইকাঠি আর তা জুড়ে দেশের ৪৭ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি। এমনই তাকলাগানো শিল্প সৃষ্টি করলেন জেলার নাড়াজোলের মাইক্রো আর্টিস্ট বিমান আদক।

সোমবারের সকালেই তিনি এই শিল্প কর্ম সম্পূর্ণ করলেন। গত ৬ দিন ধরে মোট ১৪ ঘন্টায় তিনি এই অসাধ্য সাধন করেছেন।

বিমানবাবু জানান,দেশজুড়ে লকডাউন বাড়ির মধ্যে বসে থেকে নতুন কিছু করার ভাবনা থেকেই মাথায় এসেছিল এই কাজ করার। তাঁর কথা অনুযায়ী এই কাজ খুব একটা সহজ কাজ নয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now