পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: একদা যেখানে চোলাই মদ তৈরি ও বিক্রি হত রমরমিয়ে, সেই গ্রামে এখন শিক্ষা ও সংস্কারের আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে ঘাটালের গোপমহল গ্রামের বিদ্যাসাগর পল্লীর আবাল-বৃদ্ধ-বণিতা মেতে উঠল উৎসবের আনন্দে। বিপুল উৎসাহে অনাড়ম্বর ভাবেই পালিত হলো ভাষা দিবস। বিদ্যাসাগর পাঠশালার পক্ষ থেকে বিদ্যাসাগর পল্লীর কচিকাঁচাদের অংশগ্রহণেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। যে পাড়ায় একসময় রমরমিয়ে চলতো চোলাই মদ তৈরির করবার, আজকে সেখানকার বাচ্চাদের নিয়েই পালিত হল ভাষা দিবস। বিদ্যাসাগর পল্লীর বাচ্চারাই একের পর এক নৃত্য, আবৃত্তি, নাটক করলো নিজেদের মনের আনন্দে। একমাস ধরে বিদ্যাসাগর পল্লীর ছোটো পড়ুয়াদের নিয়ে একটি পাঠশালা চলছে। আজ সেই পড়ুয়ারাই আগ্রহের সাথে দিব্যি নেচে, গেয়ে মাতিয়ে দিল এই অনাড়ম্বর অনুষ্ঠান। এরকম একেবারে অনাড়ম্বর জাঁকজমকহীন অনুষ্ঠানেও খুবই খুশি ওই পল্লীর বাসিন্দারা।
Home রকমারি ক্রীড়া/অনুষ্ঠান একদা চোলাই মদ তৈরির গ্রামে এখন শিক্ষা ও সংস্কারের আলো, ঘাটালের গোপমহল...