এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুর পুরো বোর্ডে বড়সড় ভাঙন,বিজেপিতে তৃণমূল কাউন্সিলর

Published on: May 31, 2019 । 9:57 AM

রামজীবনপুর পুরো বোর্ডে ভাঙন! ৩০ মে এই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুলোচনা রায় বিজেপিতে যোগ দেন বলে জানা গেছে।

রামজীবনপুরেই দেবলীন প্রাক্ষাগৃহের কাছে আনুষ্ঠানিকভাবে রামজীবনপুরের বিজেপি মণ্ডল কমিটির পক্ষে সুলোচনা দেবীর হাতে তাদের দলীয় পতাকা তুলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কি এবার রামজীবনপুর পৌরসভা ঘাস থেকে পদ্মফুলের দখলে আসতে চলেছে? প্রশ্ন উঠছে,কারণ ইতি মধ্যেই এই পুরো বোর্ডের উপর অনাস্থা এনেছিল বিজেপি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad