রামজীবনপুর পুরো বোর্ডে ভাঙন! ৩০ মে এই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুলোচনা রায় বিজেপিতে যোগ দেন বলে জানা গেছে।
রামজীবনপুরেই দেবলীন প্রাক্ষাগৃহের কাছে আনুষ্ঠানিকভাবে রামজীবনপুরের বিজেপি মণ্ডল কমিটির পক্ষে সুলোচনা দেবীর হাতে তাদের দলীয় পতাকা তুলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কি এবার রামজীবনপুর পৌরসভা ঘাস থেকে পদ্মফুলের দখলে আসতে চলেছে? প্রশ্ন উঠছে,কারণ ইতি মধ্যেই এই পুরো বোর্ডের উপর অনাস্থা এনেছিল বিজেপি।