তনুপ ঘোষ: প্রশাসনের কড়া ধমক খেলেন তৃণমূল নেতা। ঘটনাটি ৫মে রাতে চন্দ্রকোণা বিধানসভার কুয়াপুরে ঘটেছে। চন্দ্রকোণার কুয়াপুরে রাতের অন্ধকারে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। খবর পায় চন্দ্রকোণা ব্লক প্রশাসন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে চন্দ্রকোণা থানার পুলিশকে নিয়ে চন্দ্রকোণা-২ ব্লকের জয়েন্ট বিডিও অমিত চৌধুরী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে কড়া ভাষায় তৃণমূল নেতাকে কীভাবে ধমক দিলেন ওই ভিডিওটিতে ক্লিক করে দেখে নিন।