শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুর-১ ব্লকের নন্দনপুর-১ গ্রামপঞ্চায়েতে স্মারকলিপি দিল বিজেপি। তৃণমূল পরিচালিত ওই গ্রামপঞ্চায়েতে রাজনৈতিক মত নির্বিশেষে শংসাপত্র প্রদান করা, জব কার্ড কাজের দুর্নীতি বন্ধ করা, কাজের টাকা স্বচ্ছতা আনা সহ বেশ কয়েকটি দাবির ভিত্তিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়। এদিনের স্মারকলিপি প্রদানের আগে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন দলের রাজ্য নেতা তুষার মুখোপাধ্যায়, দলের জেলা সম্পাদক প্রশান্ত বেরা, দাসপুর-১ দক্ষিণ মণ্ডল সম্পাদক সুজিত পাল ,মন্ডলের সহ সম্পাদক সমীর প্রামানিক প্রমুখ। •ছবি পাঠিয়েছেন সুজিত পাল।