সৌমেন মিশ্র: দেব মনোনয়ন পত্র জমা দিলেন। ২০ এপ্রিল বিশাল মিছিল করে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব মেদিনীপুর শহরে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, ঘাটালের বিধায়ক শংকর দোলই, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহহাজরা, জেলার পরিষদের অধ্যক্ষ তপনকুমার দত্তশ দাসপুর-১ ব্লক তৃণমূল সভাপতি সুকুমার পাত্র জেলা ও ব্লক স্তরে নেতা-নেত্রীবৃন্দ।