এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

টাকা ফেরতের দাবিতে পথ অবরোধ

Published on: December 21, 2018 । 3:07 PM

আমানতকারীদের অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি নিয়ে ঘাটাল-ক্ষীরপাই সড়কের সিংহডাঙাতে পথ অবরোধ করল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ২১ ডিসেম্বর দুপুরে সংগঠনের সদস্যরা একটি মিছিল করার পর ওই পথ অবরোধ করেন।  সংগঠনের ঘাটাল জোন সভাপতি ভূদেব বাগ বলেন, আমরা থানার মাধ্যমে জানিয়েছি সরকারকে দায়িত্ব  নিয়ে সমস্ত চিটফান্ড কোম্পানির আমানতকারীদের সুদসহ টাকা ফেরৎ দিতে হবে। সেই সঙ্গে এজেন্টদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে।  প্রায় ২০ মিনিট অবরোধের পর পুলিস ওই অবরোধ তুলে দেয় বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now