আমানতকারীদের অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি নিয়ে ঘাটাল-ক্ষীরপাই সড়কের সিংহডাঙাতে পথ অবরোধ করল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ২১ ডিসেম্বর দুপুরে সংগঠনের সদস্যরা একটি মিছিল করার পর ওই পথ অবরোধ করেন। সংগঠনের ঘাটাল জোন সভাপতি ভূদেব বাগ বলেন, আমরা থানার মাধ্যমে জানিয়েছি সরকারকে দায়িত্ব নিয়ে সমস্ত চিটফান্ড কোম্পানির আমানতকারীদের সুদসহ টাকা ফেরৎ দিতে হবে। সেই সঙ্গে এজেন্টদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। প্রায় ২০ মিনিট অবরোধের পর পুলিস ওই অবরোধ তুলে দেয় বলে জানা গিয়েছে।