তনুপ ঘোষ: ঘাবড়ে যাবেন না, ভাববেন না অন্য কিছু। এটা কিন্তু একজন ভোটার! একেবারে গণতান্ত্রিক অধিকার সচেতন সুনাগরিক! বয়স হয়েছে তো কী হয়েছে? হাঁটতে পারেন না, তাতেও সমস্যা নেই! কিন্তু নিজের ভোটটা তো নিজে হাতেই দেওয়া উচিত। তাই অন্যের কাঁধে চেপে এসে নিজে হাতে ভোট দিয়ে অবাক করলেন এক বৃদ্ধা। আজ ৬ মে এমনই ঘটনা ঘটেছে চন্দ্রকোণা বিধানসভার ১৭০ নম্বর শ্যামলগঞ্জ বুথে। ওই বৃদ্ধার নাম শোলেমা বিবি। তাঁর বয়স১০০র কাছাকাছি। বয়সের ভারে এতটাই ন্যুব্জ যে ভোট কেন্দ্রে যাওয়ার সামর্থ্য তার নেই। সেই সঙ্গে তিনি গুরুতর অসুস্থও । কিন্তু তিনি তার মূল্যবান ভোট খোয়াতে চান না। ভোট দেওয়ার জন্য আকুল। খবর পেয়ে স্থানীয় ক্লাবের যুবকরাই খাটিয়া কাঁধে করে ভোট কেন্দ্রে নিয়ে গেলেন শোলেমা বিবিকে। ভোট দিতে পেরে বেজায় খুশি শোলেমা। এই বৃদ্ধার ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরে খুশি পাড়ার ছেলেরাও। সব মিলিয়ে এক অন্যরকম চিত্র ধরা পড়ল চন্দ্রকোনার এই বুথ কেন্দ্রে।