বেহাল রাস্তা,বারে বারে আবেদন, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।
এই বেহাল রাস্তার হাল ফিরিয়ে আধুনিক সভ্যতার অগ্রগতি তরান্বিত করতে পথে নামল একদল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। চন্দ্রকোণা -২ ব্লকের আদকাটা থেকে পলাশচাবড়ি এলাকার প্রায় আট কিলোমিটার সড়কের হাল বেহাল হয়েছে অনেক দিন হল। আজ সেই রাস্তা সারাইয়ের দাবি নিয়ে চন্দ্রকোণার বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের কাছে আদিবাসী সম্প্রদায়ের সংগঠন ভারত জাকাত মাঝী পরগনার উদ্যোগে ধামসা,মাদল সহযোগে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন।
চন্দ্রকোণা-২ নম্বর ব্লকের জাকাত নেতা ধানচাঁদ মুর্ম্মু বলেন” বহু বছর ধরে চন্দ্রকোনা থেকে পলাশচাবড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল। রাস্তা দিয়ে বহু যাত্রীবাহী বাস ও ট্রেকার যাতায়াত করে। রাস্তা বেহাল হওয়ায় মাঝেমধ্যে লেগেই থাকে দুর্ঘটনা। বারবার লিখিত আকারে জানিয়েও কোনো সুরাহা হয় নি, তাই আমাদের এই অবরোধ-বিক্ষোভ। আমরা চাই অবিলম্বে প্রশাসনের তরফ থেকে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp
জানাগেছে পরে চন্দ্রকোণার বিডিও শ্বাসত লাহিড়ীর হস্তক্ষেপে বিক্ষোভ উঠে।