অরুণাভ বেরা: সারা দেশজুড়ে লোকসভা নির্বাচনের পর্ব শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগেই। দেখতে দেখতে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনও দোরগোড়ায়। শুরু হয়েছে কাউন্ট ডাউন। বৈশাখের চাঁদিফাটা রোদের পেস বলকে চার-ছক্কা মেরে নেতা-নেত্রীরা ঘুরছেন। চোখ ঘোরালেই দেখা যাবে, ভোটারদের মন জয় করতে রোডশো, বাড়ি বাড়ি প্রচার, ভোটারদের সঙ্গে হাত মেলানোর দৃশ্য। ভোটারদের একটা বড় অংশ নতুন ভোটার। যারা ভবিষ্যত্যের সুনাগরিক। নতুন ভোটাররা ভোট দেওয়ার জন্য যথেষ্ট আগ্রহী। রাজনীতির দাবার চালে না গিয়ে ঘাটালের সার্বিক উন্নতির জন্য কয়েকটি দাবির কথা বললেন ১৯-২০ বছরের নতুন ভোটাররা। এদের মধ্যে আছেন ফ্যাসান টেকনোলজি, ইতিহাস, ইংরেজি, উদ্ভিদবিদ্যা সহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। তারা বললেন, রাজনীতির কাদা ছোঁড়াছুঁড়ি না করে ঘাটালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলের।