তৃপ্তি পাল কর্মকার: আইনজীবীরা সরকারের সুযোগ-সুবিধে থেকে বঞ্চিত। সরকার প্রত্যেক বছর বাজেটে নাগরিকদের জন্য নানা সুবিধের কথা ঘোষণা করলেও আইনজীবীরা কিন্তু উপেক্ষিতই থাকেন। তাই আইনজীবীদের নানান দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন শুরু করলেন ঘাটাল মহকুমা আদালতের আইনজীবীরা। ১২ ফেব্রুয়ারি দুপুরে ঘাটাল আদালত চত্বরে একটি মিছিলের মাধ্যমে এই আন্দোলনের সূচনা করা হয়। মিছিলে আদালতের প্রবীণ থেকে নবীন— সমস্ত আইনজীবীই পা মেলান। আইনজীবীদের মূল দাবিগুলি ছিল, দেশের সমস্ত আইনজীবীদের জন্য মাসিক ৫০ হাজার টাকা ফ্যামিলি পেনশন ও ২০ লক্ষ টাকার বিমা ব্যবস্থা করতে হবে সরকারকে। নতুন আইনজীবীদের জন্য মাসে ১০ হাজার টাকা করে সরকারি ভাতার বিষয়টিও আইনজীবীদের আন্দোলনের মধ্যে রয়েছে। সরকারের বিভিন কমিশন গঠনের সময় বিচারপতিদের পরিবর্তে অভিজ্ঞ আইনজীবীদের নিয়োগ করার দাবি রাখা হয়েছে। আদালত চত্বরে আইনজীবীদের চেম্বারের ব্যবস্থা, ই-লাইব্রেরির ব্যবস্থা, বিচারপ্রার্থীদের বসবার জায়গার ব্যবস্থা করা, আদালত চত্বরে শৌচাগার সহ বেশ কয়েকটি পরিকাঠামোগত দাবিও আইনজীবীদের আন্দোলনের মধ্যে রয়েছে। ঘাটাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক জয়দেব মুখোপাধ্যায় বলেন, আমাদের এই আন্দোলন অরাজনৈতিক। আন্দোলন শুধু মাত্র আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য নয়। আদালতে যাঁরা বিচারপ্রার্থী তাদের সমস্যাগুলিও আমাদের দাবির মধ্যে রয়েছে। যত দিন না আমাদের দাবিগুলি পূরণ হচ্ছে আমরা ততদিন এই আন্দোলন চালিয়ে যাব।