নিজস্ব সংবাদাতা: ঘাটাল থানার কোমরা গ্রামের শিবরাত্রির মেলা কি বন্ধ হতে চলেছে? কেন বা ওই প্রাচীন মেলাটি বন্ধ হচ্ছে? এর পেছনে কী কোনও রাজনৈতিক কারণ রয়েছে? শিবরাত্রির দিন তথা ৪ মার্চ থেকে ঘাটাল ব্লকের কোমরাতে শিবরাত্রির মেলা শুরু হওয়ার কথা ছিল। প্রত্যেক বছরেরই মতো কোমরা গোকুলনগর সবুজ সংঘের পরিচালনাও ওই মেলাটি সাত দিন করে হওয়ারও কথা। সেই মতোমেলার জন্য দোকানদানি এসেগিয়েছে এবং মণ্ডপও তৈরির কাজ শেষ। কিন্তু মেলা কমিটির সম্পাদক শ্যামাপদ চক্রবর্তী আজ ৩ মার্চ সকালে বলেন, আমরা বিশেষ কারণে এবছর মেলাটি করছি না। মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। যদিও রাজনীতির বিষয়টি উড়িয়ে দিয়েছেন সুলতানপুর গ্রাপঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের ঘাটাল ব্লক যুব সভাপতি বিশ্বিজৎ বারিক। তিনি বলেন, আমরা কোনও ভাবেই মেলাটিকে বন্ধ করতে চাই না। আমরা আপ্রাণ মেলাটি চালু করার জন্য চেষ্টা চালাব।
তবে আশার কথা, সর্বস্তরের মানুষের প্রচেষ্টার ফলে ৩ মার্চ বিকেলের দিক থেকে মেলা কমিটির বরফ একটু গলেছে। জানা গিয়েছে তাঁরাও সার্বিক স্বার্থে মেলাটি চালু হয়তো করতে পারেন। মেলার নির্ধারিত দিন তথা ৪ মার্চই বোঝা যাবে মেলাটি বন্ধ থাকবে না চলবে।