কেবলচ্যানেলে ট্রাই তথা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার নয়া নির্দেশে সমস্যার মুখে কেবল অপারেটররা। ঘাটাল মহকুমা কেবল অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে তাই আজ১৮ ডিসেম্বর ঘাটাল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল। ট্রাইয়ের নতুন নির্দেশে কেবল চ্যানেলের মাসিক ভাড়া এক ঝটকায় অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে নিম্ন মধ্যবিত্তদের সঙ্গে কেবল অপারেটরদেরও মাথায় হাত।
সেই সমস্যার প্রতিকার চাইতেই ঘাটাল মহকুমা শাসকের দারস্থ হন ঘাটাল মহকুমার প্রায় ৬০ জন অপারেটর। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকারের আশ্বাস দেন মহকুমা শাসক। কেবল অপারেটর অচিন্ত্য নায়েক, প্রভাত বেরা, তরুণ নন্দী, গোবিন্দ কাপাস, বাপি খান, নিশীথ হাঁড়া,হাসিবুল রহমান(মন্টু) রবীন্দ্রনাথ মান্নারা জানান, এনিয়ে গত ১৪ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে গিয়েও আমরা ডেপুটেশন দিই। যদি এতেও কাজ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন।