এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবার দিল্লির রেগরপুরা সোনার দোকানে সিলিং,বহু স্বর্ণ শিল্পী বিপর্যয়ের মুখে

Published on: December 11, 2018 । 11:34 AM

কয়েকদিন আগে থেকেই দিল্লির বিভিন্ন সোনার দোকানগুলিতে সিলিং করার কাজ শুরু হয়েছিল। দোকান মালিকদের অভিযোগ ছিল তাদেরকে অগ্রিম কোনো সতর্কবার্তা না দিয়েই তাদের দোকানকে সিলিং করছে দিল্লি সরকার।

আরও পড়ুন- ঘাটালের সোনার দোকানে ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি,সিসিটিভি ফুটেজে উঠল দুষ্কৃতির ছবি

আজ থেকে আবার দিল্লির রেগরপুরা ১১ নম্বর বিষ্ণুমন্দির মর্গে সোনার দোকানে সিলিং শুরু হওয়ায় ঘাটাল মহকুমা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার বহু স্বর্ণ শিল্পীকে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে।তাদের দোকানের মালপত্র রাস্তায় বার করে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দোকানগুলির বিরুদ্ধে অভিযোগ, দোকানে অ্যাসিড দিয়ে সোনা গালানোর জন্য এলাকায় দূষণ ছড়াচ্ছে। তাই দোকানগুলিকে সিল করে দেওয়া হচ্ছে।

মোবাইলে খবর পড়তে এইখানে ক্লিক করুন  Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now