জব কার্ড আছে কিন্তু তাদের কাজ নাই! কাজ যেহেতু নাই,কাজের বিনিময়ে টাকাও নাই। নিয়মিত কাজ দিতে হবে নইলে একশদিনের কাজের কার্ড কেন!
গতকালা ঘাটালের বিধায়ককে ঘেরাও করে এলাকার উন্নয়নের দাবিদাওয়া আদায় চেষ্টা করেছিল ঘাটাল শিমুলিয়া গ্রামের প্রায় শতাধিক তৃণমূল সমর্থকই।
আজ আবার একশদিনের কাজের দাবিতে গ্রামবাসী তাদের গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই ধর্নায় বসেছে। ঘটনা ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের। ওই পঞ্চায়েত এলাকার মানুষের অভিযোগ তাদেত জবকার্ড থাকলেও দীর্ঘদিন যাবৎ তাদেরকে কোনো কাজ দেওয়া হচ্ছে না।
প্রতিবাদে ঝড়া কোদাল নিয়ে গ্রামবাসীরা ইড়পালা গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে ধর্নায় বসেছে।
Home এই মুহূর্তে অন্যান্য আজ আবার কাজের দাবিতে ঘাটাল উত্তাল,এবার একশদিনের কাজের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিস...