সাহেব পাঠক (খড়ার): আজ ৪ জানুয়ারি থেকে বীরসিংহে শুরু হল বিদ্যাসাগর মেলা। এদিন মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী পর্দার দুই নায়ক-নায়িকা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব) বিধায়ক দেবশ্রী রায় সহ জেলা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকগণ। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলা উপলক্ষ্যে থাকছে বিভিন্ন ধরনের বিনোদন মুলক অনুষ্ঠান ও বিকিকিনির পসরা।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।












