এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নাড়াজোলে অজিত ভুঁইঞা স্মৃতি মেলা-২০১৯ শুরু হল

Published on: January 31, 2019 । 7:52 PM

শ্রীকান্ত আদক: আজ ৩১ জানুয়ারি ২০১৯ থেকে কিসমত নাড়াজোল মদন মোহন ফুটবল ময়দানে শুরু হল নাড়াজোলে অজিত ভুঁইঞা স্মৃতি মেলা-২০১৯। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দাসপুরের প্রয়াত বিধায়ক অজিত ভুইয়ার স্মৃতিতে ওই মেলাটি হয়ে আসছে। সাতদিন ধরেই মেলাতে নানা রকম প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মেলা কমিটি সূত্রে জানানো হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad