প্রাথমিক শিক্ষকদের পি আর টি স্কেলের দাবিতে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়াশানের(UUPTWA) আন্দোলন এখন চরমে। তাদের আন্দোলনের ঢেউ সম্প্রতি রাজ্যের অলিগলি ছাড়িয়ে আছড়ে পড়েছে রাজধানী দিল্লির রাজপথেও। সারা দেশের নানা রাজনৈতিক থেকে বুদ্ধিজীবী, শিক্ষানুরাগী থেকে আইনবিদ সবাই ধীরে ধীরে উস্থির হাত শক্ত করেছে।
সম্প্রতি UUPTWA সদস্যদের অভিযোগ রাজ্য সরকার তাদের এই আন্দোলনকে ভয় পেয়ে বেছে বেছে উস্থির শিক্ষকদের বদলির চিঠি ধরানো হচ্ছে। UUPTWA এর সভাপতি সদস্য সন্দীপ ঘোষ উস্থির এক ফেসবুক গ্রুপে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে লিখেছেন,
“”দিল্লি চলো”” অভিযান সফল হবার পরে রাজ্য সরকারের ঘুম চলে গেছে | তারা গত দু দিন ধরে uuptwa নেতৃত্ব স্থানাধিকারীদের অন্যায় ভাবে inter district transfer করার চিঠি ধরাচ্ছে | এর প্রতিবাদ আমাদের সংগঠন আইনগত ভাবে এবং রাস্তায় নেমে আন্দোলনে নামবে | আপনারা জেলাগত ভাবে আমাদের সাথে যোগাযোগ করুন ,আমরা শেষ পর্যন্ত লড়াই করব| রাজ্য সরকারকে আমরা prt scale নিয়ে মারাত্মক চাপে ফেলে দিয়েছি , এবার এই অবৈধ বদলি নিয়ে ও আমরা জিতবই |
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp
জানাগেছে গত মাসের ৫ তারিখ থেকেই সারা রাজ্য জুড়ে যেসব বিদ্যালয়ে ছাত্র অনুপাতে বেশি শিক্ষক আছেন তাঁদের কে অন্য বিদ্যালয়ে পাকাপাকিভাবে বদলি করা হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে,এই বদলিতে কোনো দল বা সংগঠন দেখা হয়নি। গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের যে ৮টি জেলায় প্রাথমিক শিক্ষদের হাতে বদলির চিঠি ধরানো হয় তাতে পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় শাসক দলের শিক্ষক সংগঠনের নেতানেত্রীরাও ছিলেন।