এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উৎসাহ দিল প্রাথমিকের ঘাটাল পশ্চিম চক্র

Published on: January 31, 2019 । 6:51 PM

রবীন্দ্র কর্মকার: ৩১ জানুয়ারি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল প্রাথমিকের ঘাটাল পশ্চিম চক্র অফিসের সভাকক্ষে। ঘাটাল পশ্চিম চক্র এবং ঘাটাল ব্লক স্পোর্টস কমিটির উদ্যোগে এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিম মেদিনীপুরের আর্থিক সহযোগিতায় এই সচেতনতা শিবিরে শতাধিক প্রতিবন্ধী তথা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবক উপস্থিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে, ঘাটাল পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল, জেলা প্রশিক্ষক অনুপ মণ্ডল, স্পেশাল এডুকেটর দেবাশিস কাজলী প্রমুখ। এছাড়াও এদিন ঘাটাল ব্লকের কৃতী ছাত্র-ছাত্রী, যারা অঙ্কন, খেলাধুলা, বিতর্ক, তাৎক্ষণিক বক্তব্যতে জেলা ও রাজ‍্য পর্যায়ের প্রতিযোগিতায় গিয়েছিল তাদেরকে সংবর্ধনা জানানো হয়।  —ছবি সোমেশ চক্রবর্তী

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now