এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আর কোনো বাধাই রইল না,বালিচক উড়ালপুল এখন সময়ের ধৈর্য মাত্র

Published on: December 12, 2018 । 12:54 PM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সত্বেও বালিচকের বহু চর্তিত উড়ালপুল নির্মানের কাজ স্তব্ধ শুধুমাত্র জায়গা সংক্রান্ত সমস্যার কারণে।
বালিচক উড়ালপুল নির্মাণের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন গড়ে তুলেছিল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। সেই কাজ বাস্তবায়িত হওয়ার পথে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

আজ সেই বাধা মুক্ত করতে উড়াল পুল নির্মাণের জন্য বালিচক-এ পিডব্লিউডি দফতরের উদ্যোগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-এর উপস্থিতিতে জেসিপি নামিয়ে পিডব্লিউডি’র জায়গা খালি করার কাজ শুরু হয়ে গেল।
পিডব্লিউডি’র জায়গা সম্পূর্ণ খালি হয়ে গেলেই এজেন্সি বা ঠিকাদার সংস্থা তাদের কাজ অতি দ্রুত শুরু করে দেবে বলে জানিয়েছে ঠিকাদার সংস্থা।

আরও পড়ুন-জয়ী পঞ্চায়েত সদস্যের এলাকায় উন্নয়ন নেই,অভিযোগ তুলে গৌরা গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভে এলাকাবাসী

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭