এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পেটের জ্বালা মেটাতে কাঠের উনুনে ভাত রান্না করতে গিয়ে গোটা ঘর পুড়ে ছাই!

Published on: December 13, 2018 । 3:18 PM

পেটের জ্বালা মেটাতে কাঠের উনুনে ভাত রান্না করতে গিয়ে গোটা ঘর পুড়ে ছাই। মর্মান্তিক এই ঘটিনা ঘটেছে দাসপুর থানার নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিহারীচক গ্রামে।
ওই পোড়া বাড়ির গৃহকর্তা কাশীনাথ দোলই জানান,১২ ডিসেম্বর দুপুরে যখন তাঁর স্ত্রী উনুনে ভাত বসিয়ে অন্য কাজ করছিল সেই সময়ই উনুনের পাশের বাঁশের বেড়ায় প্রথমে আগুন ধরে। 

আরও পড়ুন-সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় গ্যাস অনেক কম,ঘাটালে গ্যাসের গাড়ি আটকে বিক্ষোভ

কোনোকিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আগুন গোটা মাটির বাড়িকে গ্রাস করে। আগুনের দুড়দাড় শব্দে পাড়ার লোক ছুটে এসে আগুন নেভনোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

আবার দিল্লির রেগরপুরা সোনার দোকানে সিলিং,বহু স্বর্ণ শিল্পী বিপর্যয়ের মুখে

কাশীনাথ বাবু জানান,আগুনের তাপ ভীষণ ছিল তাই বাড়ির ভেতরের কিছুই বের করতে পারেন নি। এই শীতে বাড়ি,পোষাক,লেপ,কম্বল সব খুইয়ে এর ওর বাড়িতেই রাত কাটাচ্ছেন কাশীনাথ বাবু ও তাঁর পরিবার।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।