সঙ্গীতা ঘোড়ই:আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ঘাটালে এসএফআই ও ডিওয়াইএফআই এর যৌথ উদ্যোগে এক মিছিল ও পথসভা হল।এদিন বিকেল ৫ টার সময় সুকুমার সেনগুপ্ত স্মৃতিভবন থেকে শুরু করে কুটি বাজার হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে আবার সুকুমার সেনগুপ্ত ভবনে এসে শেষ হয় এই মিছিল। মাঝে ঘাটাল – পাঁশকুড়া বাসস্ট্যান্ডে পথসভা হয়। মূলত কাজের দাবি নিয়েই এই মিছিল করা হয়।
DYFI এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কল্যাণ দাস জানিয়েছেন, যতক্ষণ না সরকার বেকার যুবক-যুবতীদের কাজ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে ছয় হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে। দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে বলে কেন্দ্র ও রাজ্য উভয়ই সরকারের কাছে এই দাবি। আপার প্রাইমারির নিয়োগ করতে হবে। প্রাইমারিতে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিতে হবে। পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে আর যতক্ষণ না তাদের কাজ দিতে পারছে তাদের পরিবারকে মাসিক সাড়ে সাত হাজার টাকা করে দিতে হবে এটাই মূল দাবি। আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এ বিষয়ে।