‘সবুজ বাঁচাও,সবুজ জাগাও।’ সবুজের মাঝে পরিবেশ বাঁচাও- শ্লোগানে সারা রাজ্যের পাশাপাশি আজ বৃহস্পতিবার চন্দ্রকোনা ও ঘাটালেও সবুজ অভিযানে পদযাত্রা হল।
পদযাত্রায় হাঁটলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য, বিডিও, জয়েন বিডিও এবং অন্যান্য আধিকারিকরা। চন্দ্রকোণার মিছিলটি চন্দ্রকোনার-2 বিডিও থেকে গাজীপুর পর্যন্ত যায়। অপরদিকে ঘাটাল পৌরসভার পৌর প্রধান বিভাস ঘোষের তত্বাবধানে এদিন সকালে পরিবেশ সচেতনতায় বড় সড় একটি মিছিল হয়। মিছিলে অন্যান্য কাউন্সিলরদের সাথে পা মেলান পৌর প্রধান নিজে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











