ইন্দ্রজিৎ মিশ্র: ভগ্ন সেতুর হাল ফেরাতে মরীয়া দাসপুরের ধর্মা গ্রামের মানুষ। দুই জেলার সংযোগে দাসপুর ১ ব্লকে ধর্মায় ভসরা খালের উপর বেহাল অবস্থায় পড়ে কাঠের সেতু। কাঠের পাটাতনে পা দিলে সোজা গিয়ে খালে পড়তে পারেন। আর বরাত ভালো থাকলে এরই মাঝে ইষ্টদেবতার স্বরণে পার হয়ে যেতে পারেন এ সেতু। তবুও বেহাল এ সেতু! সেই সেতুর হাল ফেরাতেই লাগাতার বিক্ষোভে জানালো গ্রামবাসীরা।
দাসপুর ১ ব্লকের নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের ধর্মা গ্রামে কাঠের সেতু খুবই বেহাল অবস্থায় রয়েছে, সেই সেতু মেরামতের দাবি নিয়ে বারবার গ্রামবাসীরা সরব হয়েছিলেন। প্রশাসনের তরফ থেকে মেরামতি না হওয়ার জন্য বারবার নিজেরাই টাকা খরচা করে মেরামতি করে নিয়েছিলেন। সেতুটির একপ্রান্তে পশ্চিম মেদিনীপুর অপরপ্রান্তে পূর্ব মেদিনীপুর সেতুটির উপর দিয়ে দিনে দুই জেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন ।
দাসপুর ১ ব্লকের কয়েকটি অঞ্চলের মানুষ পাঁশকুড়া যাওয়ার জন্য এই সেতুটি ব্যবহার করেন । গ্রামবাসীরা বলেন সেতুটি বাম আমলে তৈরি হয়েছিল তারপর থেকে আর কোনো সংস্কার করা হয়নি সেই সাথে বিধানসভা ভোটের আগে সেতুটি সংস্কার করা হবে বলে বোর্ড পড়লেও এখনো তা বাস্তবায়িত হয়নি , প্রতিবার ভোটের সময় আমরা প্রতিশ্রুতি পাই সেই প্রতিশ্রুতির কোনো দাম নেই।
এলাকার বাসিন্দা সহ দাসপুর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মদক্ষ শ্যামসুন্দর দোলই বলেন,এই কাঠের সেতুটি কংক্রিট এর সেতুতে রূপান্তরিত করার জন্য বারবার আমরা রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছি কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে এই কাঠের সেতুটি সারানোর উদ্যোগ নিয়েছে কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। যদিও স্থানীয় প্রশাসন জানাচ্ছেন দ্রুত এই সেতু মেরামতের কাজ শুরু হবে।