পার্থ কর্মকার,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাল মহকুমার শাখার ডাকে দাসপুরে ধিক্কার মিছিল ও পথসভা হল। আজ ১২ নভেম্বর দাসপুরের বকুলতলা থেকে পীরতলা পর্যন্ত মহকুমার বিভিন্ন চক্র থেকে জমায়েত হওয়া প্রায় তিন শতাধিক শিক্ষক এই প্রতিবাদ মিছিলে পা মেলান। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যের প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই পথসভা বলে জানান শিক্ষক নেতারা। মিছিলে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, শ্যামপদ পাত্র, সুকুমার পাত্র, বিকাশ কর, আশিস হুতাইত, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, সুজিত বন্দ্যোপাধ্যায় সহ অনেক তৃণমূল নেতারাই। মিছিলের শেষে পথসভায় তৃণমূল নেতারা কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।











