এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুর অভিরামপুরে শিব দুর্গাপুজোয় মেতেছে গ্রামবাসী

Published on: February 22, 2020 । 12:58 PM

২৫ তম বর্ষে পদার্পণ করল দাসপুর ১ নম্বর ব্লকের অভিরামপুর গ্রামের অভিরামপুর শিব দুর্গা মিলন সংঘের আয়োজনে অভিরামপুর সর্ব্বজনীন শিব দুর্গা পুজো। পুজোকে ঘিরে গ্রামের মানুষের উন্মাদনা এখন চরমে। ২১ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন ক্লাব প্রাঙ্গণে পুজিত হয়েছেন শিব ও দুর্গা।

পুজোকে ঘিরে রাতভর ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। ক্লাবের পক্ষে জানানো হয়েছে সপ্তাহব্যাপী ক্লাব ও গ্রামবাসীদের যৌথ আয়োজনে থাকছে নানান সাংস্কৃতিক ও সামাজিক সচেতনামূলক অনুষ্ঠান। গ্রামবাসীরা জনাইয়েছেন প্রতি বছর অনুষ্ঠানের ক’দিন তাঁরা পাড়া প্রতিবেশীদের সাথে বিবাদ ভুলে উৎসবে মেতে ওঠেন। এবার ২৫ তম বর্ষ তাই উন্মাদনা আলাদা মাত্রায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now