সোনামুইতে ৫০ তম বর্ষের সরস্বতী পুজোর উদ্বোধন করলেন কথাসাহিত্যিক পাপিয়া ভট্টাচার্য

কেশব মেট্যা-দাসপুর ২ নম্বর ব্লকের সোনামুই উদীয়মান যুব সংঘের পরিচালনায় সর্বজনীন সরস্বতী পূজা এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষের।
আজ ২৮ শে জানুয়ারি সকালে হলুদ শাড়ি পরে মা বোনেরা মঙ্গল ঘট নিয়ে গ্রাম পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে। সুবর্ণ জয়ন্তী বর্ষের এই পূজা আজ উদ্বোধন করেন মহকুমা তথা রাজ্যের বিশিষ্ট কথাসাহিত্যিক পাপিয়া ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লোকসংস্কৃতি গবেষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্কর নিয়োগী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী প্রসেনজিৎ মূলা ও অন্যান্য অতিথি বৃন্দ। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় সকলেই প্রশংসা করেন সোনামুই হাট থেকে ক্লাব পর্যন্ত প্রায় ৩০০ মিটার আলপনা অঙ্কনের জন্য। এই অনুষ্ঠানে দাসপুরের রাজনগরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইচ্ছেডানা’ সম্বর্দ্ধিত হয়। এই সংস্থা ক্লাবের হাতে ৫০ টি চারাগাছ তুলে দেয়। আর ক্লাব এই চারা গাছ গুলি সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার নেয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!