সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের সাগরপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। আজ মঙ্গলবারের সকালে এই অবরোধ ঘিরে চাঞ্চল্য এলাকায়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] অবরোধ কারীদের অভিযোগ, দাসপুর থেকে সাগরপুর উচ্চবিদ্যালয়ের যে রাস্তা সেই রাস্তায় ওই বিদ্যালয়ের সামনে আবর্জনায় পরিপূর্ণ। বলা চলে এলাকার সব আবর্জনা ওই স্থানে ফেলা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষ, দোকানদারদের দুর্গন্ধ সহ্য করে থাকতে হয়। স্থানীয় প্রশাসন থেকে বিদ্যালয় বা বাজার কমিটি ভ্রুক্ষেপহীন সবাই। মূলত এই এলাকা আবর্জনা মুক্ত করতে প্রশাসনের টনক নড়াতেই এই অবরোধ। অন্যদিকে এই অবরোধ এর খবর পেয়ে মঙ্গলবারের সকালেই ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। মূলত পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।