এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ফসলের দাম কই? ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ অবরোধ

Published on: June 14, 2022 । 11:17 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ মঙ্গলবারের সকাল থেকেই উত্তাল দাসপুর। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ফসলের সঠিক দাম পেতে পথে নেমেছে সিপিএমের কৃষক সংগঠন কৃষক সভা।ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ অবরোধ। সামাল দিতে দাসপুর পুলিশ। হাজার হাজার টাকা খরচ করে কৃষক কৃষিজ ফসল উৎপাদন করেন উচ্ছে,বেগুন,শসা নিয়ে হাটে গেলে দাম পাচ্ছেন গড়ে কেজি প্রতি ৫ টাকাও নয়। কেন্দ্র রাজ্য কোনও ব্যবস্থাই নিচ্ছে না পরোক্ষোভাবে কৃষকদের প্রাণে মেরে ফেলার চেষ্টা। এই অভিযোগ, তুলেই আজ মঙ্গলবার সকাল থেকেই সোচ্চার দাসপুর-১ ব্লক সিপিএম। সিপিএমের কৃষকসভার ডাকে আজ ১৪ জুন মঙ্গলবার ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার কলোড়া হাটের শতাধিক কৃষক তাঁদের সবজি নিয়ে রাস্তার মাঝেই বসে পথ অবরোধ শুরু করে দাবি তোলেন, অবিলম্বে কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাবার ব্যবস্থা করতে হবে। বিক্ষোভ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় ব্যস্ততম এই ঘাটাল পাঁশকুড়া সড়ক। পরে দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ হঠায়,স্বাভাবিক হয় ওই সড়কের যাতায়াত।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/