এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গরু সমেত গাড়ি উলটে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ২

Published on: August 3, 2019 । 2:13 PM

আজ দুপুর প্রায় ১টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহ জানা পাড়ায় এক মালবোঝাই গাড়ি গরুনিয়ে পাঁশকুড়ার দিকে যাবার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার উপরেই গরুগুলি ছিটকে পড়ে।

গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠা। গাড়িটিতে প্রায় ১৫টি গরু থাকার কথা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কয়েকটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। সেগুলি উঠে দাঁড়াতে পারছে না। দাসপুর থানায় খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের সন্দেহ গরুগুলিকে পুলিসের নজর বাঁচিয়ে পাচার করতে গিয়েই হয়তো এই দুর্ঘটনা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭