রেডক্রশের উদ্যোগে দাসপুরে ও ঘাটালে হাইজিন কিট ও বস্ত্র বিতরণ

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ: রেডক্রশের ঘাটাল শাখার উদ্যোগে দাসপুর ও ঘাটালের রাধানগরে দু’দিন হল হাইজিন কিটও বস্ত্র বিতরণ। রেডক্রশ এর রিলিফ ইন চার্জ শুভদীপ সিংহ রায় জানান, ২৯ সেপ্টেম্বর দাসপুর-২ ব্লকে হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ সভাপতি আশিস হুদাইত।

অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ওই  সোসাইটির রাধানগর  কেন্দ্রে  একশো জন বালক-বালিকা ও ৬০ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজো উপহার হিসাবে। রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই জানালেন, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, করোনা কালীন খাদ্য প্রদান কর্মসূচি চালাতে গিয়ে আমরা আর্থিক সংকটের কবলে পড়েছি তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যাতে কচিকাঁচা ও মহিলারা অংশগ্রহণ করতে পারেন হাসিমুখে সেজন্যই আমরা তাঁদের হাতে আমাদের সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক তুলে দিলাম। তিনি আরোও জানালেন আগামী  মহাসপ্তমীতে দাসপুর-২ এর পলাশপাইতে দুঃস্থ মানুষদের হাতে মশারি তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কারক খাঁ, রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার কোষাধ্যক্ষ শ্যামল রায়, সদস্য রামমোহন রায় প্রমুখ ব্যাক্তিবর্গ। দালালপুকুর সর্বজনীন দুর্গামণ্ডপে নতুন জামাকাপড় পেয়ে প্রাপকদের ও দাতা সংস্থার সকলেরই মুখ উজ্জ্বল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!