দাসপুরের রাজনগরে করোনার র‍্যাপিড টেস্টে নেগেটিভ শিক্ষকের পরিবার,পজিটিভ ১

দাসপুর জুড়ে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। পিছিয়ে নেই দাসপুর ১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতও। এ সপ্তাহেই এলাকার ৫ জন নতুন করে করোনা আক্রান্ত। ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে বুধবার সকাল থেকে করোনার র‍্যাপিড টেস্ট হল রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্ত্বরে। রাজনগর বাজারের দোকানদাদেরও এই টেস্ট করানো হয়।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোষ পরিবারের যে শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে জেলা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন এদিন তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও অ্যান্টিজেন টেস্ট হয়।

পরিবারের সদস্যদের রিপোর্ট নেগেটিভ বলেই জানা গেছে। তবে এদিনের এই র‍্যাপিড টেস্টে এলাকার যদুপুর গ্রামের এক যুবকের দেহে মিলেছে করোনার সংক্রমণ। আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। সবমিলিয়ে আজকের করোনা টেস্টে এলাকার একজন’ই পজিটিভ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।