শিউলী মণ্ডল:৬ ফেব্রুয়ারি থেকে দাসপুর-১ ব্লকের রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উৎসব শুরু হল। অনুষ্ঠান উপলক্ষ্যে ওই দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ট্যাবলো সহকারে বাইক র্যালির আয়োজন করা হয়। হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিধান সভার ডেপুটি স্পিকার ডাঃ সুকুমার হাঁসদা। স্কুলের উৎসবকে সামনে রেখে আয়োজন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে। অনুষ্ঠাগুলি মধ্যে স্লাইড শোয়ের মাধ্যমে সাপের কাপড় ও তার প্রতিকার এবং কু-সংস্কার বিরোধী বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী পড়ুয়া ও অভিভাবকদের খুবই মন কেড়েছে। এছাড়াও আজ ৭ ফেব্রুয়ারির প্রাক্তনী সম্মেলনে উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকটাই আবেগতাড়িত হতে দেখা যায়। ওই স্কুলের টিআইসি কালিপদ দোলই বলেন, আমাদের স্কুলের উৎসবটি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। স্কুলে বিবেকানন্দ মুক্ত মঞ্চ এবং একটি স্মার্ট ক্লাস রুমের উদ্বোধনও এই উৎসবের অঙ্গে হিসেবে রয়েছে।