৫০ তম বর্ষে পদার্পণ করল ঘাটাল পশ্চিমচক্রের অধীন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালিকা প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পক্ষথেকে তাদের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো আজ নেতাজীর জন্ম দিবস পালনের মধ্যদিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শংকর দোলুই।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের অন্যতম কর্মদক্ষ জারিনা ইয়াসমিন এবং ৬ নং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সফিকুল রহমান ছাড়াও আরো অনেকে ।
আজকের এই অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলনের মাধ্যমে ,এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
এই শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল ৫০ জন আদিবাসী কিশোরী ও মহিলার মাথায় কলসি সহ নাচ। তারসাথে ধামসামাদল সহ ছিল আরো অন্যান্য বাজনা। এদিন সকালে বিদ্যালয়ের একটি সুবর্ণ জয়ন্তী ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপিত হয়।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










