এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পলাশপাই খালের দুই পাড়কে সবুজে ভরিয়ে তুলতে নামলেন সবুজপ্রেমী শিক্ষক

Published on: August 6, 2019 । 10:18 PM

সৌমেন মিশ্র: দাসপুরের পলাশপাই খালের দুদিক আবার সবুজে ভরিয়ে তুলতে চান সবুজপ্রেমী শিক্ষক মহাদেব মান্না। তাই ওই খালের দুদিকে   বৃক্ষ রোপনের উদ্দেশ্য  আজ ৬ আগস্ট ছাত্রছাত্রীদের নিয়ে ঝাঁপিয়ে

পড়লেন পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরের ওই শিক্ষক। কয়েক মাস আগে   গৌরা সংলগ্ন চকসুলতান গ্রাম এলাকায় পালশপাই খাল সংস্কারের সময় একাধিক বড় বড় গাছ কাটতে হয়েছে বরাত পাওয়া ঠিকাদারকে। খাল সংস্কারের কাজ শেষ।  কিন্তু খালের দুই ধার এখন খাঁ­খাঁ করছে, চারিদিকে যেন সবুজের হাহাকার। খালের ধারের সেইসব বৃক্ষদের আজও মনে পড়ে মহাদেববাবুকে।  তাই আজ ওই স্কুলের সহযোগিতায় পলাশপাই খালপাড়ে শিক্ষক মহাদেববাবু তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে গাছ লাগালেন। শিক্ষকের এই উদ্যোগে খুশি চকসুলতান গ্রামের সাধারণ বাসিন্দারা। মহাদেববাবু বলেন, আজ ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ণ,অনাবৃষ্টি, খরা, পানীয় জলের এই তীব্র জলসঙ্কট থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় বেশি বেশি করে গাছ লাগানো। মানব সভ্যতা টিকিয়ে রাখতে গাছই একমাত্র ভরসা। সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা