এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

তীব্র দাবদাহ থেকে বাঁচতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি করল দাসপুরের এই স্কুল

Published on: June 5, 2024 । 10:33 PM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস পালন করল গঙ্গা প্রসাদ হাইস্কুল। আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গঙ্গাপ্রসাদ হাইস্কুলের উদ্যোগে চারাগাছ রোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল। গঙ্গাপ্রসাদ হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন সামন্ত চারাগাছ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরাও গাছের চারা রোপণ করেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্বপন সামন্ত বলেন, আমরা বিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে আসছি। প্রতি বছর বিভিন্ন প্রজাতির চারাগাছ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করি। এবছরও তা করা হয়েছে। তিনি বিশ্ব উষ্ণায়ন, তাপমাত্রা বৃদ্ধির কারণ ও প্রতিকার নিয়ে শিক্ষার্থীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাপমাত্রা বৃদ্ধি রোধের অন্যতম শর্ত প্রচুর পরিমাণে চারাগাছ রোপণ করার বার্তা দেন ছাত্রছাত্রীদের। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের সহ-শিক্ষক প্রশান্ত গোস্বামী।

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now