এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

৬৯ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হল দাসপুর ও ক্ষীরপাইতে

Published on: November 19, 2022 । 9:37 PM

বাবলু মান্না ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৯ নভেম্বর ৬৯ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হল দাসপুর-১ ব্লকে এবং ক্ষীরপাই শহরে। দাসপুর-১ ব্লক সমবায় সমিতি সমূহ ও বিপণন সমিতির উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। কয়েক’শ সমবায় গ্রাহকদের নিয়ে সমবায়ের বিভিন্ন কাজের পর্যালোচনা করা হয় আজকের ওই অনুষ্ঠানে। দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অনেকেই। দাসপুর-১ ব্লকের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, সমবায় সম্পাদক কৌশিক কুলভী, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন কমল মণ্ডল।

দাসপুরের এই অনুষ্ঠানটির পর ক্ষীরপাই শহরেও ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানেও উপস্থিত ছিলেন ওই এলাকার সমবায় সমিতির গ্ৰাহকরা এবং তাঁদের নিয়ে বিশেষ আলোচনা করা হয় বলে জানা যাচ্ছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/